কলকাতা ব্যুরো : ফর্মে ছিল পর্তুগাল। ৭ -০ গোলে অ্যান্ডোরার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে জিতেও ছিল। কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে ভাল খেলেও হেরে গেল পর্তুগাল। ফল ১ – ০। রোনাল্ডো দের শূন্য এক গোলে হারিয়ে উএফা নেশনস লীগে শেষ চারে খেলা নিশ্চিত করল ফ্রান্স।

তবে ম্যাচ হল সেয়ানে সেয়ানে। অনেক বেশি পাশ খখেলা, বল দখলের লড়াইয়ে টক্কর দিল রোনাল্ডোরা। কিন্তু তা সত্বেও প্রথমার্ধ গোলশূন্য ছিল। এরপর ৫৯ মিনিটে ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন এঙ্গলো কন্তে। বলাবাহুল্য বেশ ভালো ফর্মে ছিলেন রোনাল্ডোরা। ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচ বের করে নেওয়ার মত অবস্থাতেও ছিলেন তারা। উল্টোদিকে ফিটনেস সমস্যায় এদিন ফ্রান্সের প্রথম একাদশে ছিলেন না এমবাপে। খুব একটা দেখা যায়নি আর এক ফরাসি প্লেয়ার পোগবা কে। কিন্তু তা সত্বেও ম্যাচ ছিনিয়ে নিলো ফ্রান্স। পর্তুগালের লড়াইকে ভোঁতা করে দিতে প্রতি আক্রমণে গিয়েছে ফ্রান্স নিজেদের ডিফেন্স ও আগলে রেখেছে।

Share.
Leave A Reply

Exit mobile version