কলকাতা ব্যুরো: চা বাগান থেকে বেরিয়ে হাসপাতালে পিছনে ঘাপটি মেরে বসে থাকা একটি চিতা বাঘের হামলায় জখম হয়েছেন চারজন। এদের মধ্যে একজন ফরেস্ট রেঞ্জ অফিসার রয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যায় ডুয়ার্সের রাঙাপানি ক্যান্সার হাসপাতাল সংলগ্ন এলাকায়। যদিও শেষ পর্যন্ত চিতা বাঘটিকে গুলি করে মারতে হয় বনদপ্তরকে।
এদিন সন্ধ্যেবেলায় গঙ্গারামপুর চা বাগানের ভেতর থেকে একটি চিতা বাঘ বেরিয়ে এসে ঢুকে পড়ে রাঙাপানি ক্যান্সার হাসপাতাল সংলগ্ন এলাকায়। ওই হাসপাতালের পিছন দিকে বেশ কিছু গাছ গাছালি রয়েছে। সেখানেই এক ব্যক্তি গেলে, প্রথমে চিতাবাঘটি তাকে আক্রমণ করে। ওই বৃদ্ধকে জখম অবস্থায় তাকে হাসপাতালে পাঠানোর মধ্যেই বনদপ্তর এর তিনটি দল চিতাবাঘ ধরতে ওই এলাকায় যায়।
বাঘটিকে চিহ্নিত করে তাকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করার চেষ্টা করার মধ্যেই রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তকে আক্রমণ করে বাঘটি। আরো কয়েকজন ওই বাঘের হামলায় জখম হন। তখন বাধ্য হয়ে বনদপ্তর গুলি চালায়। তাতে চিতা বাঘটি মারা যায়। রেঞ্জ অফিসার সহ সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঘটির দেহ রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টেম করার জন্য। একেবারে সম্প্রতি এমন ভাবে বনদপ্তরের অফিসারদের উপর চিতার হামলা চালানোর খুব একটা নজির নেই। যদিও বেশ কিছুদিন আগেই এমন একটা ঘটনা ঘটেছিল। তবে সেখানে যখন সাধারন মানুষ।

Share.
Leave A Reply

Exit mobile version