এক নজরে

ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে আরও চার ব্যাঙ্ক

By admin

February 16, 2021

কলকাতা ব্যুরো : ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে আরও এগোচ্ছে কেন্দ্র। বাছা হল নতুন চারটি ব্যাঙ্ক। গত ১ ফেব্রুয়ারি বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণ করবে কেন্দ্র। যদিও ব্যাঙ্কগুলির নাম তিনি জানাননি। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, বেসরকারি করণের জন্য, দেশের চারটি মাঝারি মাপের ব্যাঙ্ক বেছে নিয়েছে কেন্দ্র। যেগুলি ধীরে ধীরে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে।

যে চারটি ব্যাঙ্ক বাছা হয়েছে সেগুলি হল ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সূত্রের খবর, এগুলির মধ্যে থেকেই আগামী অর্থবর্ষে (২০২১-২২) দুটি ব্যাঙ্ক বেছে নিয়ে সেগুলির বেসরকারিকরণ প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে ব্যাঙ্ক সংগঠনগুলি। প্রতিবাদে আগামী মাসে দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।