এক নজরে

#SSCScam: সিবিআই দফতরে গরহাজির এসএসসির উপদেষ্টা কমিটির ৪ সদস্য

By admin

April 02, 2022

কলকাতা ব্যুরো: এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির চার সদস্য শনিবার হাজিরা দিলেন না নিজাম প্যালেসের সিবিআই দফতরে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর শনিবার ওই চার সদস্যকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। সকাল ১০টার মধ্যে তাঁদের আসতে বলা হয়েছিল। বিকেল ৩টের পর সিবিআইকে তাঁরা মেল করে জানায়, সোমবার ডিভিশন বেঞ্চে তাঁদের আবেদনের শুনানি রয়েছে। তাই সিবিআই দফতরে এদিন তাঁরা হাজিরা দেবেন না।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ শুক্রবার সিবিআইকে নির্দেশ দেয়, উপদেষ্টা কমিটির ওই চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাঁরা হলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব এস আচার্য, পার্থবাবুর ওএসডি পিকে বন্দ্যোপাধ্যায়, শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর একে সরকার এবং শিক্ষা দফতরের ল’অফিসার টি পাঁজা। তবে তাঁরা এদিন সিবিআইয়ের ডাকে হাজির না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ছিল সিঙ্গেল বেঞ্চের রায়ে। তারপর তলব পেয়েও তাঁদের সিবিআই দপ্তরে না যাওয়ার পিছনে শুধু ডিভিশন বেঞ্চে মামলা দায়েরই নয়, আরও বড় প্রভাব আছে কি না, তাই নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে ৯৮ জন শিক্ষাকর্মীর নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ দেন শুক্রবার। তাঁর আরও নির্দেশ, ওই ৯৮ জনকে স্কুলে ঢুকতে দেওয়া যাবে না। আদালতের পর্যবেক্ষণ, পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটির সব সদস্যই নিয়োগ দুর্নীতিতে জড়িত।

আদালতের নির্দেশ মেনে সিবিআই বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত কমিটির মুখ্য ব্যক্তি শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করে। সে ব্যাপারে শান্তিপ্রসাদ শুক্রবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। বিচারপতি সৌমেন্দ্রনাথ সেনের ডিভিশন বেঞ্চ শুক্রবার নির্দেশ দেয়, ৪ এপ্রিল পর্যন্ত শান্তিপ্রসাদকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে না। তাঁর বিরুদ্ধে এফআইআরও করা যাবে না। শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিটির বাকি চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয় সিবিআইকে। আদালতের সেই নির্দেশমতোই কমিটির চার সদস্যকে শনিবার নিজাম প্যালেসে তলব করে সিবিআই।