এক নজরে

বার্নপুরে কিশোরীর দেহ উদ্ধার, রহস্য

By admin

October 13, 2020

কলকাতা ব্যুরো: সোমবার বিকেলে পড়তে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক কিশোরীর দেহ মিলল মঙ্গলবার সকালে। ঘটনাটি ঘটেছে আসানসোলের হীরাপুর থানার বি, সি, কলেজ সংলগ্ন এলাকায়।এ দিন সকালে জলাশয় থেকে উদ্ধার হলো নবম শ্রেণীর এক কিশোরীর মৃতদেহ l বার্নপুর হোসেন নগরের ওই কিশোরী সোমবার থেকে নিখোঁজ ছিল। এদিন ভোরে ওই জলাশয়ে কিশোরীর দেহ ভাসতে দেখা গেলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় l যদিও কি কারনে মৃত্যু সে ব্যাপারে স্পষ্ট করে কিছু পুলিশ জানায়নি।