কলকাতা ব্যুরো: রবিবার রাতে তিলজলার হাজরা গলির একটি বাড়ি থেকে এক মহিলার গলা কাটা দেহ উদ্ধার হলো। জানা গিয়েছে, নিহত মহিলার নাম নাজনিন বেগম। গত রাতে ওই মহিলার বড় ছেলে বাড়িতে ঢুকে প্রথমে তা দেখতে পান। মহিলার স্বামী পলাতক। পড়শীদের অভিযোগ, বিগত কিছুদিন ধরেই ওই মহিলা এবং তার স্বামীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। মাঝেমধ্যে তা হাতাহাতির পর্যায়েও গড়াতো। সে কারণেই প্রতিবেশীরা তাতে নাক গলাতেন না। গতকাল ও ঝগড়া হয়েছিলো তাদের মধ্যে। কিন্তু তা থেকে যে এমন একটা ঘটনা ঘটবে তা ভাবতে পারেননি তারা। ওই মহিলার স্বামীর সন্ধানে তল্লাশি শুরু করেছে তিলজলা থানার পুলিশ।
Previous Articleউঠতি মডেলের দেহ উদ্ধার
Next Article লক ডাউনে কলকাতায় পুলিশের কড়াকড়ি
Related Posts
Add A Comment