এক নজরে

অস্ত্র কারখানার হদিশ রাজ্যে

By admin

January 01, 2021

কলকাতা ব্যুরো: বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর বাজার এলাকার ঘটনা।

বাসুদেব সর্দার দীর্ঘদিন ধরে সেখানে অস্ত্র তৈরির সরঞ্জাম লেদার মেশিন, ওয়েলিং মেশিন, হ‍্যাক্সোভল্ট, স্ক্রু-ড্রাইভার, লোহার পাইপ, দেশী কামানি সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র তৈরি করার কাঁচামালসহ সরঞ্জাম উদ্ধার হয়েছে দুটো রিভলবার। পুলিশ গোপন সূত্রে খবর পায় ওই এলাকায় অস্ত্র মজুত করা হয়েছিল। পাশাপাশি, অস্ত্র তৈরি করার কারখানার হদিশ পায়। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় দোকান ছিল বাসুদেব সর্দারের। সেই দোকানের আড়ালেই চলত অস্ত্র তৈরি করার কাজ।

গোপন সূত্রে পুলিশ খবর পায় বিপুল পরিমাণ অস্ত্র তৈরি করে সেখানে মজুত করা হচ্ছে। এই খবর পেয়ে সেখানে হানা দেয় হাড়োয়া থানার পুলিশ। দোকানের মধ্যে লেদার মেশিন, ওয়েল্ডিং মেশিন, হ্যাক্সোভল্ট, স্ক্র ড্রাইভার, লোহার পাইপ থেকে শুরু করে অস্ত্র তৈরি করার একাধিক সরঞ্জাম উদ্ধার হয়। সেইসঙ্গে দুটি রিভলভারও উদ্ধার হয়েছে সেখান থেকে। অস্ত্র তৈরি করার অপরাধে বাসুদেব সর্দারকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে মিনাখা থানার চৈতালের ব্যবসায়ী আসাবুর মোল্লা ও হাসনাবাদের ব্যবসায়ী শামসুর মোল্লাকেও গ্রেফতার করেছে পুলিশ।

বাসুদেবের কারখানায় তৈরি হওয়া অস্ত্র এই দু’জন বিক্রি করত বলে খবর। ধৃত তিনজনকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র তৈরি, মজুত রাখা ও বিক্রির অভিযোগ দায়ের করা হয়েছে। এদের সঙ্গে আন্তঃরাজ্য ও বাংলাদেশের অস্ত্র কারবারিদের যোগযূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই তিনজন ছাড়া এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সামনেই বিধানসভা নির্বাচন।

হাড়োয়া ব্লক অত্যন্ত সস্পর্শকাতর এলাকা হিসেবেই চিহ্নিত। তাই নির্বাচনের আগে সেখানে অস্ত্র কারখানার হদিশ পাওয়া পুলিশের বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। সেইসঙ্গে রাজ্যে যেভাবে গোপনে অস্ত্র কারখানা গজিয়ে উঠছে তাতে উদ্বেগে প্রশাসন। ভোটের আগে ও ভোট চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে পুলিশ।