কলকাতা ব্যুরো: ১৪ জন মন্ত্রী সোমবার শপথ নিলেন বিহারে। নিতিশ কুমার চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। নীতিশের সঙ্গে এবার দুজন উপমুখ্যমন্ত্রী জুড়ে দিয়েছে বিজেপি। তারকেশ্বর প্রসাদ ও রেনু দেবীও এদিন বিজেপির তরফে উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন।প্রাথমিকভাবে ১৪ জনের ক্যাবিনেট মন্ত্রী সভা তৈরি করা হয়েছে। এর মধ্যে অ্যাপ দলের জীত ন রাম মাঝির ছেলে একটি গুরুত্বপূর্ণ দপ্তর পাবেন। একইসঙ্গে ভিআইপি দলকেও একটি ক্যাবিনেট মন্ত্রী পদ দেওয়া হবে।এদিন নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। যদিও করোনা আবহে নীতীশ কুমারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে খুব একটা জাঁকজমকপূর্ণ করা হয়নি।এদিন নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া শুধু ছিল সময়ের অপেক্ষা। কিন্তু এদিন মন্ত্রিসভা শপথ নিলেও, বড় চমক ছিল সুশীল মোদির মন্ত্রিসভায় যোগ না দেওয়া। ২০০৫ সাল থেকে একাধিকবার বিহারে সরকারের উপ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন বিজেপির এই প্রথম সারির নেতা। ফলে ধরা হয়েছিল এবারেও নিতিশ কুমার মুখ্যমন্ত্রী হলেও, সুশীল কুমার মোদী হবেন উপমুখ্যমন্ত্রী। কিন্তু শেষ মুহূর্তে চমক দিয়েই মোদিকে এবার মন্ত্রিসভা থেকে দূরে রাখা হয়েছে। ফলে আদৌ তিনি রাজ্যের মন্ত্রী হচ্ছেন কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।বিহারে এবার ৭৪ আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে নিজেদের তুলে এনেছে বিজেপি। আর জে ডি পেয়েছে ৭৫ আসন। এদিন নীতীশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে আর জে ডি। আর জে ডি র অভিযোগ, বিহারের মানুষ এনডিএ জোটকে পরাস্ত করেছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রতারণা করে এনডিএ বিহারে ক্ষমতা দখল করেছে। তাই শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হয়নি লালুপ্রসাদের দল।