কলকাতা ব্যুরো: এসএসসি কাণ্ডে ফের হাজিরা নিজাম প্যালেসে। শুক্রবার হাজিরা দিলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ পাঁচ আধিকারিক। এদিন তাঁরা হাজিরা দেন সিবিআইয়ের দুর্নীতি দমন শাখায়। এর আগে দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে। তাঁর বয়ান নথিভুক্ত করেছে সিবিআই। নথিভুক্ত করা ওই বয়ানের ভিত্তিতে এর আগে এসএসসির চার আধিকারিক সমরজিৎ আচার্য, পি কে বন্দ্যোপাধ্যায়, অলোককুমার সরকার ও টি পাঁজাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তবে জানা গিয়েছে, তাঁদের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করেছেন তদন্তকারীরা।
তাছাড়াও এসকে সিনহার বয়ানের উপর নির্ভর করে এসএসসির চার আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হলেও বক্তব্যে অসঙ্গতি লক্ষ্য করা যায়। ফলে এসএসসি দুর্নীতি কাণ্ডে কিভাবে গোটা ঘটনা প্রক্রিয়া হয়েছিল এবং কোন কোন প্রভাবশালীর মধ্যে এই কাজ হয়েছিল, তা জানার জন্যই শুক্রবার ফের নিজাম প্যালেসে তলব করা হয় এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ উক্ত উল্লেখ্য চার আধিকারিককে।
সিবিআই সূত্রে খবর, এসপি সিনহাকে এদিন আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ পাশাপাশি দুর্নীতি দমন শাখার অন্যান্য আধিকারিকরা এসএসসির চার অধিকারিককে জিজ্ঞাসাবাদ করেন।