এক নজরে

ফুটবল মাঠ যেন হত্যালীলার ময়দান

By admin

November 12, 2020

কলকাতা ব্যুরো : আফ্রিকার উত্তর মোজাম্বিকের একটি ফুটবল মাঠে পঞ্চাশেরও বেশি গ্রামবাসীদের মুন্ডচ্ছেদ করল আইএস জঙ্গীরা। ফুটবল মাঠ হয়ে উঠল হত্যালীলার ময়দান। বি বি সি সূত্র থেকে খবর শুক্রবার রাতে জঙ্গিদের দল নানজবা গ্রামে হামলা চালায়। পুড়িয়ে দেয় একাধিক বাড়ি। গ্রামবাসীরা পালানোর চেষ্টা করেন। তাদের স্থানীয় মাঠে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানেই শুরু হয় নির্মম হত্যা লীলা। মুহূর্তের মধ্যে ফুটবলের মাঠ হত্যা মঞ্চে পরিণত হয়। গ্রামবাসীদের সারি দিয়ে দাড় করানো হয়। তারপর একে একে সবার মুন্ডচ্ছেদ করা হয়। তারপর সেই কাটা মুন্ডুগুলো কুচি কুচি করে কেটে ফেলে বর্বর হত্যাকারীরা। আরেক দল জঙ্গী হামলা চালায় মুটিদ গ্রামে। তবে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।

এদিকে মোজাম্বিক পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে কাবু ডেলগাদো প্রদেশের গ্রামবাসীদের নির্বিচারে হত্যা করা হয়েছে। ২০১৭ সাল থেকেই এই ধরনের হামলা চলছে গ্রামবাসীদের উপর। জঙ্গি গোষ্ঠী তে যোগ দিতে অস্বীকার করার জন্যই তাদের মুন্ডু কেটে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে। জানা গেছে গত তিন বছরে কাবো অঞ্চলে জঙ্গী কার্যকলাপে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। অসংখ্য মানুষ এখনও ঘর ছাড়া।