এক নজরে

Nadia Accident Death: নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, মৃত কমপক্ষে ১৮

By admin

November 28, 2021

কলকাতা ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনা নদিয়ায়। কুয়াশা ও বেলাগাম গতির বলি কমপক্ষে ১৮। গুরুতর জখম অবস্থায় হাসপাতায় চিকিৎসাধীন আরও ৭ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নদিয়ার হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায়। অভিযোগ, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক মদ্যপ ছিলেন। গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পারায় দুর্ঘটনাটি ঘটে যায়।

স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বাগদা থেকে একটি মৃতদেহ নিয়ে সৎকার করতে নবদ্বীপে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। রাত দেড়টা নাগাদ শববাহী গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭ জনের। এদিকে দুর্ঘটনার বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রাথমিক উদ্ধারকার্য শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে আহতদের কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়েছে।  জখম ৬ জনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আরেকজনের অবস্থা সংকটজনক হওয়ায় এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃতদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। ১৮ জনের মৃত্যুর খবর জানিয়েছেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ৭ জন মহিলা ও  এক শিশু রয়েছে। 

এদিকে নদিয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলায় টুইট করে মৃতদের পরিবারকে সমবেদনা জানান অমিত শাহ ৷ অপরদিকে, সড়ক সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল ৷

নদিয়ার দুর্ঘটনায় শোক প্রকাশ করে অমিত শাহ রবিবার সকালে বাংলা ও হিন্দি টুইটে লেখেন, পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ঘটে যাওয়া পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক । এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি আমার সমবেদনা রইল । ঈশ্বর ওনাদের এই কঠিন পরিস্থিতিতে সহায় হোন । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।

দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে শোকাহত রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ টুইটে তিনি সমবেদনা জানান মৃতদের পরিবারকে ৷ ধনকড় লেখেন, একটি গাড়ি নদিয়া জেলায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারায় ১৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৫ জন ৷ এই খবরে গভীর ভাবে শোকাহত ৷ মমতা বন্দ্যোপাধ্যায় মৃত ও আহতদের পরিবারবর্গকে যাবতীয় সাহায্য করবেন বলে আশা রাখি ৷ এই দুর্ঘটনার পর সড়ক সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল আরও লিখেছেন, “সড়ক সুরক্ষার প্রচার প্রয়োজন ৷”

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার কথা জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, নদিয়ার দুর্ঘটনায় আমি মর্মাহত। মৃতদের পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ইশ্বর তাঁদের এই কঠিন সময় সহ্য করার ক্ষমতা দিন। নিহতদের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। তাঁদের সব রকম ভাবে সাহায্য করা হবে।

স্থানীয় সূত্রে খবর, নবদ্বীপের শ্মশানে সৎকার করতে আসছিলেন ৩২ জন। মালবাহী গাড়িতে ছিলেন তাঁরা। মহিলা যাত্রীও ছিলেন গাড়িটিতে। ছিল এক শিশুও। পুরুষ যাত্রীদের মধ্যে অনেকেই মদ্যপ ছিলেন বলে অভিযোগ। গাড়ির চালকও মদ্যপ ছিল বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাত পৌনে দুটো নাগাদ দ্রুত গতিতে আসছিল গাড়িটি। রাস্তায় কুয়াশা থাকায় চালক দেখতে পাননি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে।