কলকাতা ব্যুরো: হালকা শীতের আমেজ সরিয়ে এখন গরমের অস্বস্তি রাজ্যে। বসন্তে গ্রীষ্মের দাবদাহের পূর্বাভাস উঁকি দিচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে দিন যত এগোবে দিন এবং রাতের তাপমাত্রা ততই বাড়বে। সাতদিন আগে থেকে তাপমাত্রা ইতিমধ্যেই চার ডিগ্রি বেড়ে গিয়েছে। ফলে, অস্বস্তিও বেড়েছে বেশ খানিকটা। শুধু তাপমাত্রা বৃদ্ধি নয় সঙ্গে রয়েছে বৃষ্টির কাঁটাও। এদিকে সোমবার সকালে ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকেছে শহর। দৃশ্যমানতাও অত্যন্ত কম। ৫০ থেকে ১০০ মিটারের দূরের জিনিসও দেখা দায়! কিন্তু কেন এতটা কুয়াশা? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বাতাসে জলীয় বাস্প জন্য দায়ী।

নতুন সপ্তাহের প্রথম তিন দিন মোটের উপর আবহাওয়া শুকনো থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি হতে পারে কারণ ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার সঙ্গে মিলতে পারে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প ভরা বাতাস। দুইয়ে মিলে ফের বৃষ্টির যোগ দেখা দিয়েছে বঙ্গে। সোমবার উত্তরবঙ্গের ৫ জেলা এবং সিকিমের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে।

এদিকে কুয়াশার জন্য সোমবার সকাল থেকে একটা শিরশিরে ভাব অনুভব করা যাচ্ছে। তাতে অনেকেরই মনে প্রশ্ন উঠেছে, তবে কি শীতের প্রত্যাবর্তন হতে চলেছে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে তার উত্তর। শীত ফিরে আসার আর কোনও সম্ভাবনা নেই বরং এখন শীত বিদায়ের পালা। তবে তাপমাত্রা হেরফের হতেই পারে।

দৃশ্যমানতা কম থাকায়, লোকাল ট্রেনও চলছে নির্দিষ্ট সময়ের থেকে পিছিয়ে। সকালে কলকাতা আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। দক্ষিণ-পূর্ব শাখায় কুয়াশার কারণে প্রভাব পড়েছে ট্রেন চলাচলে দেরিতে চলছে লোকাল ও দূরপাল্লার ট্রেন। পণ্যবাহী ট্রেনের ক্ষেত্রেও প্রভাব পড়েছে।

ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় বন্ধ ফেরি সার্ভিসও। কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর ও চুঁচুড়ার ফেরি বন্ধ রয়েছে সকাল থেকে। চার হাত সামনে কী রয়েছে, তা দেখাই যাচ্ছে না। রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও একই ছবি দেখা গিয়েছে। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কুয়াশা কেটে যাবে। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের রাতের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রার এই বৃদ্ধিতে ঠান্ডা উধাও বাড়ছে গরমের অস্বস্তি। সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রৌদ্রজ্বল আবহাওয়া থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং ১৭ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। তাই শীতবস্ত্র তুলে গরমের ঝক্কি সামলাতে তৈরি হওয়ার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

Share.
Leave A Reply

Exit mobile version