এক নজরে

বিজেপিতে আসছেন সুভেন্দু সহ ৫ সাংসদ দাবি অর্জুন সিং এর

By admin

November 21, 2020

কলকাতা ব্যুরো : যতদিন গড়াচ্ছে শুভেন্দু কে নিয়ে বিজেপি আর তৃণমূল দড়ি টানাটানি বেড়েই চলেছে। এদিকে শুভেন্দু মুখে কিছু না বললেও হাবেভাবে, কথায় বার্তায় দলবদল এর পরিকল্পনা জিইয়ে রেখেছেন। এই সব জল্পনা-কল্পনার মাঝেই আজ আবার বিজেপি সাংসদ অর্জুন সিং মুখ খুলেছেন । জানিয়েছেন শুভেন্দু সহ ৫ সংসদ বিজেপিতে যোগদান করবেন ।

তাকে দলে নিতে আগ্রহী গেরুয়া বাহিনী। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একথা আগেই স্পষ্ট করে দিয়েছেন। আজ ভাটপাড়ায় নন্দীগ্রামের তৃণমূল সাংসদ কে জননেতা হিসেবে সম্বোধন করেন অর্জুন সিং। তিনি বলেন শুভেন্দু অধিকারী কে বিজেপিতে স্বাগতম। উনি যেদিন বিজেপিতে যোগ দেবেন সেইদিন তৃণমূল সরকার ভেঙে যাবে। অর্জুন আরও জানিয়েছেন শুভেন্দু একজন সচেতন মানুষ। তৃণমূল প্রতিদিনই তাকে অপমান করছেন। উনার তৃণমূল ছেড়ে চলে আসা উচিত। এছাড়াও অর্জুন সিং এর বিস্ফোরক দাবি ৫ জন সাংসদ যেকোনো মুহূর্তে তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপিতে আসতে চলেছেন। তাতে নাকি নাম রয়েছে সৌগত রায়ের ও।

এদিকে তৃণমূল ও ছাড়ার পাত্র নয়। দলে শুভেন্দু কে ধরে রাখতে প্রশান্ত কিশোর কিছুদিন আগে শটান হাজির হয়েছিলেন শুভেন্দুর বাড়িতে। শুভেন্দুর সঙ্গে দেখা না হলেও শিশির অধিকারী সঙ্গে কথা হয়েছে পিকের। কিন্তু দু’জনেই স্পিকটি নট। এদিকে ফিরহাদ হাকিম, পূর্ণেন্দু বসু ইত্যাদি তৃণমূলের নেতারা পাল্টা আক্রমণ শানিয়েছেন শুভেন্দুর বিরুদ্ধে। নরমে গরমে ভালই চালাচ্ছে তৃণমূল। রাজ্যের শাসকদলের এই নীতি এখন রাজনীতির এক গভীর চর্চায় পরিণত হয়েছে।