মৈনাক শর্মা
করোনা মোকাবিলাতে জয়ের অপরিহার্য অস্ত্র টিকা । তাই সংক্রমণ কে মাথায় রেখে চিকিৎসা শাস্ত্রর বিভিন্ন পরীক্ষার স্তর কে ঝাঁপিয়ে চট জলদি টিকা বানাতে লেগে যায় দুনিয়া। টিকা কতটা কার্যকর তা নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়ে বিভিন্ন দেশে র টিকা গুলী, প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতে চলা কোভ্যাকসিন ও কোভিদশিল্ড কেও।
করোনা র টিকা কার্যকরী তা কেন্দ্রে সাস্থ্য মন্ত্রক প্রচার করলেও বাস্তবে চাপা ভয় রয়েই গেছিলো জনসাধারণের মধ্যে। তবে এইবার টিকা নিতে জনগণকে আগ্রহী করতে নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্র সাস্থ্য মন্ত্রকের। সম্প্রতি ১৮ বছরের নাগরিকদেরও টিকার সম্মতি দেওয়া হয়। করোনা টিকা নেওয়ার পরেই নিজের ছবি আকর্ষণীয় শিরোনাম দিয়ে My Gov পোর্টালে পোষ্ট করলেই মিলবে নগদ পাঁচ হাজার টাকা র পুরস্কার।
কি ভাবে পাওয়া যাবে পুরস্কার ?টিকা র ছবি পোস্ট করতে হবে https://bit.ly/3sFLakx এই লিঙ্কে। প্রতিযোগিতায় অংশ নিতে হলে আগে করতে হবে লগ ইন। দিতে হবে সুন্দর শিরোনাম। প্রতি মাসে ১০ জন কে দেওয়া হবে পাঁচ হাজার টাকার পুরস্কার।