কলকাতা ব্যুরো: গোপন সূত্রে খবর ছিল ত্রাল এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। খবর পেয়েই ত্রাল এলাকায় অভিযানে নামে পুলিশ। এরপরই দক্ষিণ কাশ্মীরের ত্রালের নাগবেরান জঙ্গলে শুরু হয় পুলিশ-জঙ্গি গুলির লড়াই। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ৫ জঙ্গির। ওই এলাকায় আরও জইশ জঙ্গি লুকিয়ে রয়েছে বলেই মনে করছে পুলিশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী গুলির লড়াই এখনও চলছে। জম্মু কাশ্মীর পুলিশের তরফে টুইটে বলা হয়েছে, ‘নাগবেরান ত্রালের জঙ্গল ও অবন্তীপোরায় এনকাউন্টার চলছে। পুলিশ ও সেনাবাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
অন্যদিকে শুক্রবার থেকেই অবন্তীপোরায় শুরু হয় এনকাউন্টার। পুলিশ এবং জঙ্গিদের মধ্যে দীর্ঘক্ষণ ধরেও চলে গুলির লড়াই। সেই গুলির লড়াইয়ে নিকেশ করা হয় ২ জঙ্গিকে। পুলিশের জালে ধরা পড়ে আরও ২ জঙ্গি। জানা গিয়েছে, হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল ওই মৃত ২ জঙ্গি। জম্মু কাশ্মীর পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, গত বৃহস্পতিবার রাতেই অবন্তীপোরা পুলিশ মিজ পাম্পোর গ্রামে তল্লাশি চালায়। সেনাবাহিনীর জওয়ানরাও সেই অভিযানে ছিল।
গোপন সূত্রে খবর ছিল মসজিদ সংলগ্ন একটি বাড়িতে লুকিয়ে আছে জঙ্গিরা। পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছতেই জঙ্গিরা এনকাউন্টার শুরু করে দেয়। এর পাশাপাশি শনিবার সকাল থেকেও পুলিশ অভিযান চলছে পুলওয়ামা এলাকায়।