কলকাতা ব্যুরো: ঘূর্ণিঝড় জাওয়াদের হাত থেকে রেহাই পেয়েছিল রাজ্য। শক্তি হারিয়ে তা নিম্নচাপ হয়ে প্রবেশ করেছিল বাংলায়। এর প্রভাবে টানা তিন থেকে চার দিন বৃষ্টিপাত হয়েছিল রাজ্যে। কিন্তু, এক দুর্যোগের হাত থেকে রেহাই পেতে না পেতেই ফের রাজ্যে শুরু বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় এই বৃষ্টিপাত চলবে। এই জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়াতে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকালেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বেলার দিকে আবহাওয়ার পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। তবে আকাশ থাকবে মেঘলা। এদিকে ফের একবার নিম্নচাপের জেরে বাধাপ্রাপ্ত শীত। হাওয়া অফিসের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছিল, শনিবারের পর স্বাভাবিকের নীচে নামবে তাপমাত্রা। সপ্তাহের শেষে থাকবে শীতের আমেজ। কিন্তু, এই নিম্নচাপ অক্ষরেখার ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। এর ফলে ফের একবার বাধাপ্রাপ্ত হবে শীত।

তবে আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামার সেভাবে কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, এই সপ্তাহের শেষের দিকেই নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। পুবালি হাওয়ার দাপট কমিয়ে জায়গা করে নেবে উত্তুরে হাওয়া। কিন্তু, বৃষ্টিপাতের পর সেই সম্ভাবনার উপর প্রশ্নচিহ্ন উঠেছে। তবে আগামী সপ্তাহের শুরুর দিকে তাপমাত্রা কমতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে কোনও নিশ্চয়তা দিতে পারছেন না আবহাওয়াবিদরা। বারবার বৃষ্টির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ। সেক্ষেত্রে কবে স্থায়ীভাবে পড়বে শীত? সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ।

উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবে ওডিশা ও অন্ধ্র-তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাত হবে পূর্ব ভারতের বেশ কিছু এলাকায়। এর প্রভাবে দক্ষিণ ভারতে বৃষ্টি চলতে পারে।