কলকাতা ব্যুরো: কয়লা পাচার (Coal Scam) কাণ্ডে জড়িত সাত অভিযুক্তকে পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয় ইসিএল-এর সাতজন আধিকারিক ও নিরাপত্তা রক্ষীদের। দুপক্ষের আইনজীবীদের শুনানি শোনার পর এমনই নির্দেশ দেন বিচারক। মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ জুলাই।

বৃহস্পতিবার কয়লা পাচার (Coal Scam) কাণ্ডে এই প্রথম ইসিএল-এর সাত আধিকারিক ও নিরাপত্তারক্ষীদের গ্রেফতার করে সিবিআই। এদের মধ্যে একজনের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরের কাশিমবাজারে। দেবাশিস মুখোপাধ্যায় নামে ওই পুলিসকর্মী গত কয়েক বছর ধরে কোলিয়ারিতে কর্মরত ছিলেন।

সূত্রের খবর, কয়লা পাচার (Coal Scam) কাণ্ডে গত দুবছর আগে দেবাশিসের বহরমপুরের বাড়িতে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার কলকাতার নিজাম প্যালেসে দেবাশিসকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরই তাকে গ্রেফতার করে সিবিআই। ওই ঘটনা জানতে পেরে চিন্তায় তার মা-সহ স্ত্রী।

পরিবারের দাবি, তিনি নির্দোষ। তাকে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে বলে দাবি পরিবারের। বহরমপুরে কাশিমবাজারের দেবাশিসের পৈত্রিক বাড়িতে এখনও টিনের ছাদ। ফাটল ধরা পড়েছে দেওয়ালে। তাই পরিবারের দাবি, কয়লা পাচার কাণ্ডে কোনওভাবেই জড়িত নয় দেবাশিস। তাছাড়া আর পাঁচজনের মতো তিনি সাধারণ জীবনযাপন করত বলে দাবি পরিবারের।

Share.
Leave A Reply

Exit mobile version