কলকাতা ব্যুরো: বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। উত্তর কাশীতে প্রাণ হারালেন পাঁচ বাঙালি পর্যটক সহ মোট ৬ জন। জানা গিয়েছে, গাড়ির মধ্যে থাকা সিলিন্ডার ফেটে গিয়ে আগুন ধরে যায়। জ্বলন্ত অবস্থায় খাদে পড়ে যায় গাড়ি। তার ফলেই মৃত্যু হয়েছে ওই পাঁচ বাঙালি পর্যটকের। বুধবার ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। জানা গিয়েছে, মৃত পাঁচজন বাঙালির মধ্যে কলকাতার গড়িয়ার বাসিন্দা তিনজন। বাকি দু’ জনের বাড়ি নৈহাটিতে। গড়িয়ার একই পরিবারের স্বামী-স্ত্রী এবং পুত্র। মৃতরা হলেন মদনমোহন ভুঁইয়া (৫৫), ঝুমুর ভুঁইয়া (৪৩) এবং নীলেশ ভুঁইয়া (২৩)। জানা গিয়েছে, মদন ভুঁইয়া একটি প্রাইভেট কোম্পানিতে লাইব্রেরিয়ান হিসেবে কাজ করতেন। স্ত্রী ঝুমুরও নিউ ব্যারাকপুর কলেজের লাইব্রেরিয়ান। ছেলে নীলেশ রায়বেরিলিতে অ্যাভিয়েশন নিয়ে পড়াশোনা করত।


এছাড়াও নৈহাটির দেবমাল্য দেবনাথ এবং ব্যারাকপুরের প্রদীপ দাসও ওই গাড়িতেই ছিলেন। তাঁদেরও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। যদিও অগ্নিদগ্ধ হওয়ার জেরে এখনও পর্যন্ত সকলের দেহ শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়াও ওই গাড়ির ড্রাইভারেরও মৃত্যু হয়েছে বলে খবর। জানা গিয়েছে ড্রাইভারের নাম আশিস প্রেম, তিনি উত্তর কাশীর বাসিন্দা।


এদিকে চরম দুর্ঘটনার খবর পেয়ে রাজপুর সোনারপুর পুরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দেবনাথ বলেন, নীলেশ ভুইয়া উত্তরপ্রদেশের রাইবরেলিতে এরোনোটিকস ইঞ্জিয়ার নিয়ে পড়াশুনা করতো। বাবা মা সম্ভবত ছেলের কাছে গিয়ে ওখান থেকে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলেন। বাবা মায়ের সঙ্গে একমাত্র ছেলে চলে যাওয়ায় গোটা পাড়া স্তম্ভিত।
জানা যাচ্ছে, গত সোমবার তাঁরা উত্তর কাশীতে পৌঁছন। এরপরে কেদারতাল যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। আর সেই মতো গাড়ি নিয়ে তাঁরা রওনাও হয়েছিলেন। কিন্তু সেই গাড়ির মধ্যে সিলিন্ডার রাখা ছিল। পাহাড়ি পথে চলতে চলতে আচমকাই ফেটে যায় সেই সিলিন্ডার। আগুন ধরে যায় গাড়িতে। এরপরই জ্বলন্ত অবস্থায় গাড়িটি খাদে পড়ে যায়। ফলে গাড়ির ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। এই খবরে শোকের ছায়া নেমে এসেছে গড়িয়া এবং নৈহাটি এলাকায়।


প্রসঙ্গত, বুধবার সকালেই ওড়িশায় পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয় বাঙালি পর্যটক। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। হাওড়ার উদয়নারায়ণপুরের সুলতানপুর থেকে ২৩ মে পর্যটকদের নিয়ে একটি বাস ছাড়ে। গন্তব্য ছিল বিশাখাপত্তনম। মোট ৬০ জন বেড়াতে যাচ্ছিলেন বলেই খবর। মঙ্গলবার গভীর রাতে দারিংবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারায় বাসটি। তবে কোনওরকমে চালক বাসটিকে সমতলে নামিয়ে আনেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ওড়িশার গঞ্জামের ভঞ্জনগর এলাকায় অর্থাৎ সমতলে পৌঁছতে উলটে যায় পর্যটক বোঝাই বাসটি।