কলকাতা ব্যুরো: ভারতে ওমিক্রনের প্রথম বলি মহারাষ্ট্রের প্রৌঢ়। মহারাষ্ট্র স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন তিনি। এই মৃত্যুর ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে দেশবাসীর। মহারাষ্ট্রের বাসিন্দা ওই প্রৌঢ়ের বয়স ৫২ বছর। সদ্যই নাইজেরিয়া থেকে ফিরেছিলেন তিনি।
জানা গিয়েছে, কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রৌঢ়। ২৮ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর। কিন্তু সেই সময় তাঁর ওমিক্রন আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়নি। বৃহস্পতিবার প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। এনআইভি রিপোর্ট জানা যায়, ওমিক্রন থাবা বসিয়েছিল ওই প্রৌঢ়ের শরীরে। যার জেরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। তথ্য অনুযায়ী, ভারতে প্রথম ওমিক্রনের বলি এই প্রৌঢ়।
তবে বৃহস্পতিবার, মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর জানিয়েছে, পিম্পরি চিঞ্চওয়াডে ওমিক্রন আক্রান্ত এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পিম্পরি চিঞ্চওয়াডে পুরসভার যশবন্তরাও চ্যাবন হাসপাতালে ২৮ ডিসেম্বর ওই ৫২ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। ওই ব্যক্তির নাইজেরিয়া ভ্রমণের ইতিহাস ছিল বলেও জানা গিয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ ১৩ বছর ধরে ওই ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। প্রথমে মনে করা হয়েছিল করোনার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়নি। তবে আজকের প্রকাশিত এনআইভি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওই ব্যক্তি করোনার নয়া ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন।
বিশ্বের পাশাপাশি ভারতেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পিছিয়ে নেই বাংলাও। দ্রুত গতিতে বেড়ে চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রের পরিস্থিতি অত্যন্ত জটিল। পরিসংখ্যান বলছে, বুধবারের তুলনায় বৃহস্পতিবার ওই রাজ্যে সংক্রমণ বেড়েছে ৩৭ শতাংশ। অন্যান্য রাজ্যের পরিস্থিতিও ক্রমশ জটিল হচ্ছে। তবে করোনা পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, সেই কারণে পশ্চিমবঙ্গ-সহ ৮টি রাজ্যকে নতুন করে সতর্ক করেছে কেন্দ্র।