এক নজরে

WB Civic Polls: আসানসোলের জামুড়িয়ায় চললো গুলি

By admin

February 12, 2022

কলকাতা ব্যুরো: আসানসোলের জামুড়িয়ায় ভোটগ্রহণ কেন্দ্রে চলল গুলি। মোট ছ’রাউন্ড গুলি চলেছে বলে বলে অভিযোগ। পুরো ঘটনাটি জামুড়িয়ার ১২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দয়াময় বাউড়ির মেয়ে ভিডিয়ো করেন। পরে তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়।

শনিবার সকাল থেকেই রাজ্যের চার পুরসভায় শান্তিপূর্ণভাবেই চলছিল ভোটগ্রহণ। আসানসোলে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও বড় কোনও গন্ডগোল হয়নি। বেলা বাড়তেই সেই আসানসোলের জামুড়িয়ায় গুলি চালাল দুষ্কৃতীরা। ১২ নম্বর ওয়ার্ডের শ্রীপুরহাটের স্কুলের ১১ নম্বর ওয়ার্ডের দুটি বুথ এবং ১২ নম্বর ওয়ার্ডের একটি বুথে (৬৮, ৭১, ৭২) শান্তিতেই চলছিল ভোট। অভিযোগ, বেশ কয়েকজন লাঠি ও বন্দুক হাতে ওই ভোটকেন্দ্রে প্রবেশ করে মোট ৬ রাউন্ড গুলি চালায়।

এমনকী সাধারণ মানুষকে ভয় দেখানো হয়। গোটা বিষয়টি ১২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থীর মেয়ে ভিডিয়ো তোলেন। সিপিএম প্রার্থী দয়াময় বাউড়ির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। পাল্টা জামুড়িয়া তৃণমূলের ব্লক সভাপতি সাধন রায়ের দাবি, সিপিএম ভয় পেয়ে এই কাজ করেছে। এখানে অশান্তি করে ভোটগ্রহণকে বিঘ্নিত করতে চাইছে তারা। প্রশাসন এর ব্যবস্থা নেবে। ঘটনার তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিস। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করেনি পুলিস।