এক নজরে

KMC Election 2021: পুরভোটে মনোনয়ন জমা দিলেন ফিরহাদ হাকিম

By admin

November 29, 2021

কলকাতা ব্যুরো: সোমবার পুর নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন ফিরহাদ হাকিম সোমবার তৃণমূলের কর্মী-সমর্থকদের নিয়ে সার্ভে ভবনে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। ফিরহাদ জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই নির্বাচনী লড়াইয়ে নামলেন তিনি।

সোমবার দুপুর ১২টা নাগাদ তৃণমূল সমর্থকদের দ্বারা পরিবেষ্টিত হয়ে চেতলার বাড়ি থেকে বেরোন ফিরহাদ। দলনেত্রী এবং তাঁর নামে জয়ধ্বনি দিতে দিতে সার্ভে ভবনের দিকে রওনা দেয় সমর্থকদের ভিড়। এদিন ফিরহাদের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ইসমত হাকিম, তিন কন্যা, প্রিয়দর্শিনী, শাব্বা হাকিম এবং আফশা হাকিম।

মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, কলকাতাকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্বপ্নের বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করেছেন। কাজ এখনও শেষ হয়নি। তাই ভোটের লড়াইয়ে নামছি। ফিরহাদের সাফ বক্তব্য, নাম দেখে নয়, কাজ দেখে ভোট দিন। গত ৫ বছরে পুরনিগম বোর্ড যা কাজ করেছে, তার ভিত্তিতেই মানুষের কাছে যাব আমরা।

রবিবার ত্রিপুরা পৌর নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা দখল করলেও, প্রথমবার খাতা খুলে সেখানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল কিন্তু বিজেপির দাবি, সেমিফাইনালে ত্রিপুরা থেকে পা ভেঙে ফিরেছে তৃণমূল। কলকাতায়ও মানুষই জবাব দেবেন কিন্তু বিজেপিকে কোনও গুরুত্বই দিতে নারাজ ফিরহাদ। তাঁর সাফ জবাব, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে এগোচ্ছেন যাঁরা, তাঁদের কোনও কথা কানে তোলার প্রয়োজন নেই। কারা তাঁদের জন্য কাজ করতে চান আর কারা শুধু রাজনীতি করতে ময়দানে নেমেছেন, মানুষ তা বুঝে গিয়েছেন।