এক নজরে

মাঝ সমুদ্রে হঠাৎ আগুন তেলবাহী জাহাজে

By admin

September 04, 2020

কলকাতা ব্যুরো : হঠাৎই মাঝ সমুদ্রে দাউ দাউ করে জ্বলে উঠলো তেলবাহী জাহাজ ‘নিউ ডায়মন্ড’। তেলবাহী ওই জাহাজে ২৩ জন ক্রু মেম্বার ছিলেন। এর মধ্যে একজনের কোনো খবর পাওয়া যাচ্ছে না। আর এক সদস্য গুরুতরভাবে জখম হয়েছেন। জাহাজে আটক হয়ে পড়া কর্মীদের উদ্ধারের জন্য ইতিমধ্যেই শ্রীলঙ্কা সরকারের তরফে ভারতীয় নৌসেনার সহায়তা চাওয়া হয়েছে। সেখানে পৌঁছেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ শৌর্য্য, সমুদ্র পাহারাদার সহ আরো একটি জাহাজ এবং ডর্নিয়ের এয়ার ক্রাফট। শ্রীলঙ্কার জাহাজ ও বিমানও উদ্ধার কার্য চালাচ্ছে সেখানে।শ্রীলঙ্কার উপকূলের থেকে ৩৭ নটিক্যাল মাইল দূরে দুর্ঘটনার মুখোমুখি হয় তেলবাহী জাহাজটি। তাতে ২ লাখ মেট্রিক টন সামগ্রী ছিল। সেটি কুয়েত থেকে তেল বোঝাই করে ভারতের পারাদ্বীপে আসছিল। পারাদ্বীপে পৌঁছানোর কথা ছিল ৫ সেপ্টেম্বর।