কলকাতা ব্যুরো: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রাতে আগুন লাগে জোড়াবাগান ময়দানের বস্তি এলাকায়। জানা গিয়েছে এদিন রাত সাড়ে ১০ টা নাগাদ প্রথম আগুন দেখা যায়। কিছুক্ষণের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের। কোনওক্রমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।



স্থানীয় সূত্রে খবর, একটি টিনের চালের বাড়িতে প্রথমে আগুন লাগে। এরপর আরও দুটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
অনুমান করা হচ্ছে, কোনও একটি বাড়িতে রান্না হচ্ছিল, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। প্রকৃতপক্ষে কী ভাবে আগুন লাগলো, তা খতিয়ে দেখবে দমকলবাহিনী।



বস্তি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, একটি বাড়িতে রান্নার সময় একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। তারপর আগুন ছড়িয়ে পড়ে। তারপর আরও দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়, যার জেরে আগুন আরও বিধ্বংসী রূপ নেয়।