এক নজরে

গুজরাটের হাসপাতালে মাঝরাতে আগুনে পুড়ে মৃত ছয় রোগী

By admin

November 27, 2020

কলকাতা ব্যুরো: আবার আগুনের গ্রাসে হাসপাতাল। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন ছ’জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে গুজরাটের রাজকোটে শিবানন্দ হাসপাতালে।হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়েছিল। এখানে আই সি ইউ তে ১১ জন রোগী ভর্তি ছিলেন। ভোররাতে আগুন লাগার পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরেও। আইসিইউ রোগীদের বের করে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। এরইমধ্যে দমকল এসে কয়েকজনকে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যায়।কিন্তু তার আগেই ওই ওয়ার্ডের ছ’জন অগ্নিদগ্ধ হয়ে এবং দম বন্ধ হয়ে মারা যান। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। যদিও এসি ডাকটে আগুন না ছড়ানোয় সমস্যা আর ভয়াবহ হয়নি। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি আগুন লাগার কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে আহমেদাবাদের একটি হাসপাতালে আগুন লেগেছিল মাঝ রাতে।