কলকাতা ব্যুরো: বাজি নিয়ে বিতর্কের মধ্যেই আগুন লাগল চম্পাহাটি বাজি কারখানায়। হু হু করে আগুন ছড়িয়ে পড়ছে একটার পর একটা কারখানায়। দমকলের তিনটি ইঞ্জিন চেষ্টা করছে আগুন নেভানোর। কিন্তু এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এদিন বেলা পৌনে বারোটা নাগাদ আগুন লাগে চম্পাহাটির হারালে। এখানে কয়েকশো বাজির কারখানা রয়েছে। একই সঙ্গে এই এলাকাতেই পাইকারি বাজার বসেছে। হঠাৎ করেই সকালে বিস্ফোরণ হয় একটি কারখানা থেকে। তারপরেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। বাইরের লোককে, এমনকি সংবাদমাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না এলাকায়। তবে বহু দূর থেকে দেখা যাচ্ছে আগুনের কালো ধোঁয়া। বিশাল পুলিশবাহিনী এলাকায় গেলেও আগুনে ক্ষয়ক্ষতি নিয়ে এখনো মুখ খোলেননি কেউ।

Share.
Leave A Reply

Exit mobile version