কলকাতা ব্যুরো: বারাবনি ব্লকের দোমহানি হাটতলা জেকে রাইস মিলে ট্রাকে ধান বোঝাই করা মিলের ভেতরে ঢোকার সময় উপরে ইলেকট্রিক তারের সঙ্গে শর্ট সার্কিটে দোমোহানি হাটতলা ভেতরে আগুন লেগে যায় এবং ক্ষণিকের মধ্যে পুরো শুকনো কাঠ রাখা ছিল পুড়ে ছাই হয়ে যায় একটুর জন্য প্রাণে বেঁচে যায় পাশের কয়েকটি পরিবার