এক নজরে

Garden Reach Fire: দমকলবাহিনীর রাতভর চেষ্টায় নিভল গার্ডেনরিচের বিধ্বংসী আগুন

By admin

September 12, 2021

কলকাতা ব্যুরো: অবশেষে নিভল গার্ডেনরিচের বিধ্বংসী আগুন। শনিবার প্রায় সারা রাত ধরে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে গিয়েছেন দমকলকর্মীরা। তবে সকালে আগুন নিয়ে নতুন করে ভাবতে হয়নি দমকল বাহিনীকে।

দমকল সূত্রে খবর, প্রায় রাত ১২টা নাগাদ আগুনের উৎসস্থলে পৌঁছান দমকলকর্মীরা। এরপরে সারারাত ধরে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। তবে গার্ডেনরিচের ফুড কর্পোরেশনের ওই গোডাউনের ভিতরে ঢুকে গোটা গুদাম ঘরে কোথাও কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা খুঁজে পাননি দমকলকর্মীরা। পরবর্তীকালে এক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দমকল বিভাগ ৷

রাতে জেসিবি মেশিন দিয়ে টিনের শেডগুলি সরিয়ে দেন দমকলকর্মীরা। পরে একেবারে ভিতরে ঢুকে জল দিয়ে পকেট ফায়ারগুলিকে আয়ত্তে আনেন তাঁরা। পাশাপাশি ঘটনাস্থল থেকে দাহ্য বস্তুগুলি বাইরে বের করে আনা হয়। আনাচে-কানাচে ছোট ছোট আগুনের শিখা দেখা গেলেও তা নিভিয়ে দেন তাঁরা।

মোট কত টাকার ক্ষতি হয়েছে, তা স্পষ্ট ভাবে বলা না গেলেও দমকলকর্মীদের অনুমান গুদাম ঘরের ভিতরে দাহ্য বস্তু ভর্তি ছিল। ফলে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে, তা বলা যায়। রবিবার সকালে মোট ৯ টি ইঞ্জিন কাজ করছে বলে খবর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দমকল আধিকারিক জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে । কোথাও কোনও পকেট ফায়ার রয়ে গিয়েছে কি না, এখন শুধু সেটা দেখা হচ্ছে ৷

পুলিশ সূত্রের খবর, শনিবার সকাল ১০টা নাগাদ গার্ডেনরিচের তারাতলা রোডের এফসিআই-এর গোডাউনে হঠাৎ আগুন লাগে । মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা গোডাউনের ভিতর । এলাকার বাসিন্দারা প্রথমদিকে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও, মুহূর্তে তা ভয়াবহ রূপ নেয় ৷ তাই তাঁরা দমকলে খবর দেন কিন্তু গার্ডেনরিচ বরাবর গঙ্গার দমকা হাওয়ায় আগুন মুহূর্তের মধ্যে গ্রাস করে গোটা গুদাম ঘরকে। ওই গুদামের আশেপাশে একাধিক গাড়ি রাখা ছিল। আগুনের হাত থেকে গাড়ি গুলিকে বাঁচাতে কোনও প্রকারে জেসিবি দিয়ে অন্যত্র সরিয়ে ফেলা হয় । প্রথমে ১০টি থাকলেও পরে আরও ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আনা হয় ৷