এক নজরে

Parliament Fire Breaks Out: আচমকাই সংসদ ভবনে আগুন

By admin

December 01, 2021

কলকাতা ব্যুরো: আচমকাই সংসদ ভবনে আগুন। বুধবার সকালে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। যদিও কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।

সংসদ ভবনে অধিবেশন চলছে। বুধবার শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদরা হাজির থাকছেন সংসদে। সংসদ ভবনের বাইরে বিরোধীদের ধরনা চলছে। এর মাঝেই সংসদ ভবনে অগ্নিকাণ্ড ঘিরে আতঙ্ক ছড়ালো। তবে এই অগ্নিকাণ্ডের সময় মন্ত্রী, সাংসদরা সংসদ ভবনে উপস্থিত ছিলেন না। 

বুধবার সকাল ৮টা নাগাদ আগুন লাগে সংসদের ৫৯ নম্বর ঘরে। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 

প্রসঙ্গত, ২৯ নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্রের শাসকদল ও বিরোধীদের বাদানুবাদে উত্তপ্ত সংসদ।