কলকাতা ব্যুরো: শুক্রবারের পর শনিবারও ফের শহরে অগ্নিকাণ্ড। শনিবার সকালে গার্ডেনরিচের ফুড কর্পোরেশনের একটি গুদামে আগুন লাগে ৷ মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের মোট ২৩টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নেমেছে। ঘটনাস্থলে এসেছেন দমকল এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
পুলিশ সূত্রের খবর, গার্ডেনরিচের তারাতলা রোডে একটি এফসিআইয়ের গোডাউনে শনিবার আচমকাই আগুন লাগে। দমকলে খবর দেওয়া হয় ৷ সঙ্গে সঙ্গেই এলাকার বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের কাজে নামেন। তবে তা সত্ত্বেও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এরপরই দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় ৷ যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় নামে তারা।
প্রথমে ১০টি থাকলেও অগ্নিকাণ্ডের তীব্রতার জন্য আরও ১৩টি ইঞ্জিন ঘটনাস্থলে আনা হয়। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় পাশের একটি ঝুপড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। তারাতলা থেকে গার্ডেনরিচ যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ । এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
দমকলকর্মীরা জানাচ্ছেন সংশ্লিষ্ট গুদামের মধ্যে রয়েছে একাধিক দাহ্য বস্তু। মাঝে মধ্যেই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। দমকল এবং কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের পদস্থ আধিকারিক রয়েছেন ঘটনাস্থলে ৷ তাঁরাই রাস্তা বন্ধ করেছেন।
দমকল সূত্রে খবর, গার্ডেনরিচ বরাবর গঙ্গার দমকা হাওয়ায় ফলে আগুন মুহূর্তের মধ্যেই গ্রাস করেছে গোটা গুদাম ঘরকে। ওই গুদামের আশপাশে একাধিক গাড়ি রাখা ছিল। আগুনের হাত থেকে বাঁচাতে সেগুলি কোনও প্রকারে জেসিবি দিয়ে অন্যত্র সরিয়ে ফেলা হয়। গুদামের মধ্যে দাহ্য বস্তু মজুত থাকায় কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা।
প্রসঙ্গত শুক্রবারই নিমতলা ঘাট স্ট্রিটের একটি কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ৷ বাড়ির গ্যাসের সিলিন্ডার ফেলে আগুন লাগে ৷ সেই আগুন বাড়ির নিচে থাকা কাঠের গুদামেও ছড়ায় ৷ তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ শুক্রবারের পর শনিবারই আবার গার্ডেনরিচের এই অগ্নিকাণ্ড ৷ পাশাপাশি এদিন সকালেই ডানকুনিতেও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ সেখানে একটি ব্যাটারি কারখানায় আগুন লাগে ৷