এক নজরে

আগুনে পুড়লো একের পর এক গাড়ি

By admin

December 26, 2020

কলকাতা ব্যুরো: রানীগঞ্জের গির্জা পাড়া এলাকায় চার্চ বাংলো, বার্নস কোয়ার্টারে অস্থায়ীভাবে গড়ে ওঠা পঞ্চায়েতের উপপ্রধান এর দপ্তর লাগোয়া অস্থায়ী গ্যারেজের আগুনে ভস্মীভূত হলো তিনটি চারচাকা গাড়ি। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার গভীর রাতে স্থানীয় এলাকার বাসিন্দারা ওই বাড়ি থেকে বাড়ির কেয়ারটেকার মাধব খায়ের চিৎকার চেঁচামেচি শুনতে পান। কেয়ারটেকারের দাবি, রাত্রিতে বাড়ির রান্নাবান্নার কাজ করার সময় হঠাৎ তিনি লক্ষ্য করেন বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। মুহূর্তেই বাড়ির বাইরে খড়ের গাদায় আগুন লক্ষ্য করেন। এরপর আগুন নেভাবার চেষ্টা চালালেও, আগুন নিয়ন্ত্রনে না এসে সর্বত্র ছড়িয়ে পরে। সেই আগুন গ্যারেজের তিনটি চারচাকা গাড়িতে ছড়িয়ে পড়ে, মুহূর্তে গাড়িগুলোতে আগুন ধরে যায়।

স্থানীয়রা সাথে সাথে দমকল বিভাগের খবর দেন। দমকলের দুটি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার রাত্রে লাগা এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে দুটি গাড়ি একেবারে পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি অংশে আরো একটি চারচাকা গাড়ি প্রায় বেশিরভাগ অংশ জুড়ে গেছে বলে জানা যায়। তৃণমূল নেতা, তথা উপ প্রধান সিধান মণ্ডল এদিন দাবি করেন, শর্ট সার্কিট এর জেরেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের সময় বাড়িতে লোক না থাকায় বড় কোনো ক্ষতি হয়নি।