%%title%%

এক নজরে

Nimtala Fire: নিমতলায় কাঠের গুদামে ভয়াবহ আগুন!‌

By admin

September 10, 2021

কলকাতা ব্যুরো: শুক্রবার ভয়াবহ অগিকান্ডের সাক্ষী কলকাতা। এদিন সাতসকালে নিমতলায় এক কাঠের গুদামে ভয়াবহ আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে কাঠের গুদাম। কাঠের গুদাম থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে নিমতলা ঘাট স্ট্রিটের আশেপাশের এলাকায়।

এদিকে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের ১৮ টি ইঞ্জিনের চেষ্টায় ৩ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজে চরম সমস্যার সম্মুখীন হতে হয় দমকল আধিকারিকদের। 

প্রসঙ্গত, এদিন প্রথমে আগুন লাগে জোড়াবাগান থানা এলাকার ৫ নম্বর নিমতলা ঘাট স্ট্রিটের একটি কাঠের গুদামে। তারপর তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বস্তিতে। বস্তির ২৫ টি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। এলাকাবাসীর চোখেমুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। 

এক দমকল আধিকারিকদের কথায়, কাঠের গুদাম যে বাড়িতে ছিল সেখানে গ্যাস সিলিন্ডার ছিল। সিলিন্ডার ফেটেই লাগে ভয়াবহ আগুন। তবে আগুন লাগলেও হতাহতের কোনও খবর নেই। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ৩ টি সিলিন্ডার ফেটে লেগেছে আগুন।

এদিকে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজা। শশী পাঁজা জানান, নিমতলা ঘাট স্ট্রিটের যে এলাকায় আগুন লেগেছে ওই জায়গাটি কাঠের গোলায় ভর্তি। আশেপাশে ঘনজনবসতিও রয়েছে। তবে মানুষের কোনও ক্ষতি হয়নি। দোকান পুড়েছে। ব্যবসার ক্ষতি হবে।