কলকাতা ব্যুরো : খড়গপুর আইআইটিতে আগুন। বৃহস্পতিবার সন্ধেবেলা হঠাৎই আগুন দেখা যায় আইআইটি ক্যাম্পাসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। আতঙ্কে হস্টেল থেকে বেরিয়ে আসে পড়ুয়ারা। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় তারা। কিন্তু এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি।
কী থেকে অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। আতঙ্কে ছাত্রছাত্রীরা হোস্টেলের বাইরে বেরিয়ে আসেন। আইআইটি ক্যাম্পাসে আগুন কীভাবে ছড়াল তা নিয়ে আতঙ্কে রয়েছেন তাঁরা। অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। এর আগে এই ধরনের বড় ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ছাত্রছাত্রীরা। আতঙ্কে প্রহর গুণছেন তাঁরা।
খড়গপুর আইআইটির মতো এই প্রতিষ্ঠানে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কতটা নিরাপদ আইআইটির এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আতঙ্কে রয়েছেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা। হোস্টেলে কোনও ভাবে এরকম আগুন ধরলে কী ঘটনা ঘটত তা নিয়ে আশঙ্কায় রয়েছেন তাঁরা।