এক নজরে

বহুতলে আগুন

By admin

October 17, 2020

কলকাতা ব্যুরো: শুক্রবার রাতে হঠাৎই আগুন লাগে গনেশ চন্দ্র এভিনিউ একটি বহুতল আবাসনে। উপরের দিকে আগুন লাগায় সেখানে বসবাসকারী প্রায় দেড়শ বাসিন্দা আটকে পড়েন আগুনে। দ্রুত পাঠানো হয় দশটি ফায়ার ইঞ্জিন। ব্রণ্ট এবং দমকলের গাড়ি গিয়ে সেখানে উপরের তলা গুলিতে জল ছড়িয়ে একদিকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। অন্যদিকে বাসিন্দাদের ওই অগ্নিকুণ্ড থেকে নামিয়ে আনার কাজ চালান দমকলের কিছু কর্মী।রাতেই সেখানে যান দমকল মন্ত্রী সুজিত বসু। জানা গেছে, দ্রুত সবাইকেই সেই বাড়ি থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। রাত বারোটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে বলে প্রাথমিকভাবে জানিয়েছে দমকল। তবে কী কারণে আগুন লাগল সে ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ বা দমকল।