এক নজরে

কৃষক বিক্ষোভের নেতা হান্নান মোল্লার বিরুদ্ধে এফআইআর

By admin

December 04, 2020

কলকাতা ব্যুরো : কৃষক বিক্ষোভ এবং তাকে কেন্দ্র করে রাজধানীর ঘেরাও পর্ব প্রায় এক সপ্তাহ পার হয়ে গেল। দফায় দফায় আলোচনা চলছে কৃষক সংগঠনগুলির সঙ্গে সরকারের। কিন্তু কোনো আলোচনায় সদর্থক হচ্ছে না।

এরইমধ্যে কৃষকসভার নেতৃত্বে চলা সরকারের কৃষি আইনের বিরোধিতা লক্ষ লক্ষ কৃষক রাজধানী দিল্লি ঘেরাও করে ফেলেছেন। আর তাকে কেন্দ্র করেই এফআইআর দায়ের করা হলো এ আই কে এস এর সাধারণ সম্পাদক হান্নান মোল্লার বিরুদ্ধে। উলুবেড়িয়ার প্রাক্তন সিপিআইএম সাংসদ তিনি। এখন তিনি দিল্লীতে আছেন। দলীয় কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা নেতৃত্বে চলা কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় নেতৃত্ব দিচ্ছেন। দিল্লি হরিয়ানা সীমানায় হান্নান মোল্লা সহ বিভিন্ন সংগঠনের নেতারা ক্রমাগত অবরোধ চালিয়ে যাচ্ছেন। হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ডে ছড়িয়েছে বিক্ষোভের আগুন। আঁচ গিয়ে পড়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে।

কৃষক আন্দোলনের নেতা এবং সংগঠনগুলি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আইন বাতিল না হলে দিল্লি ঘেরাও চলবে। একথাও বলা হয়েছে যে প্রধানমন্ত্রী এই আইন বাতিল করুন। কৃষকদের সমর্থনে হরিয়ানার উপ মুখ্যমন্ত্রী পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন। সমস্ত কিছু মিলিয়ে এখন উত্তপ্ত রয়েছে রাজধানী।