কলকাতা ব্যুরো: রাজ্যে সপ্তম দফার নির্বাচনের দিন বিকেলেই শেষ হলো অষ্টম ও শেষ দফার ভোটের প্রচার। ২৭ মার্চ শুরু হওয়া ভোটের শেষ ২৯ এপ্রিল। প্রথম তিনটি দফার পর যেভাবে করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা রাজ্য, তাতে এখন ভিলেন নির্বাচন কমিশন ও রাজনীতিকরা। আগামী শেষ ভোটের দিন ছাড়া ২ মে গণনার দিন করোনা বিধি যে মানা হবে না, তা নিশ্চিত।
কিন্তু এখন প্রশ্ন, যেভাবে হু হু করে রোজ সংক্রমণ বাড়ছে, তাতে দু মে র পর রাজনীতিকদের ছাড়া আর কার ঘাড়ে দায় চাপাবে জনগণ। অর্থাৎ আগামী দু দিনের পরে সেই অর্থে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলার আর খুব একটা কিছু থাকবে না।


ফল বেরোনোর পর যে দলই ক্ষমতায় আসুক তাদের গুছিয়ে নিতে সময় লাগবে। অথচ কানপুর আইআইটি সমীক্ষা বলছে আগামী, ১৫ মে পর্যন্ত এই ভাইরাস সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকবে। ফলে দেশে সাড়ে তিন লাখের সংক্রমনের গণ্ডি ২৪ ঘন্টায় কোথায় গিয়ে ঠেকবে, তা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। একইসঙ্গে রাজ্যে দিনে ১৬ হাজারের সংক্রমণ কত গুণ বাড়বে, তাও এখন সমীক্ষার বিষয় এই অবস্থায় নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে চিকিৎসকদের সঙ্গে বিভিন্ন সংগঠন আহবান করছেন। ফলে এখন নাগরিকরা নিজেরা যদি না সতর্ক হন সেক্ষেত্রে হাহাকার আরো বাড়বে। ভিলেন হতে হবে নিজেদেরই।

Share.
Leave A Reply

Exit mobile version