কলকাতা ব্যুরো: বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও তার সাজ-সরঞ্জাম উদ্ধার হলো অসমের কোকড়াঝাড় জেলার রিপু রিজার্ভ ফরেস্টএ। আজ থেকে অসমে শুরু হচ্ছে বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচন। তার আগের দিন কোকরাজার এর গোঁসাইগাঁও থানা এলাকার রিপু জঙ্গলে তল্লাশি চালিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ভারতীয় সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী যৌথবাহিনী সুন্দরী নালা থেকে ৩০০ মিটারের মধ্যে এলাকা তল্লাশি চলতেই পাওয়া যায় সেই অস্ত্র ভান্ডার।চারটি একে ফিফটি সিক্স রাইফেল, প্রচুর কার্টুজ, ছটি সেমি পাইপগান, সাতটি পিস্তল, ম্যাগাজিন সহ আরো আগ্নেয়াস্ত্র ও তার কার্তুজ উদ্ধার হয় ওই জঙ্গলের গোপন থেকে। বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলর নির্বাচনে অশান্তি ছড়াতেই এই সমস্ত আগ্নেয়াস্ত্র এনে জঙ্গলে জড়ো করে রাখা হয়েছিল বলে মনে করছে পুলিশ।