কলকাতা ব্যুরো: প্রায় ১০ ঘন্টা ধরে চোর-পুলিশ খেলার পর অবশেষে ঘুমপাড়ানি গুলিতে জব্দ হলো সুন্দরবনের বাঘ। এদিন বিকেলে তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বনদপ্তর জানিয়েছে, যদি সুস্থ থাকে, তাহলে বাঘটিকে সোমবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এ দিন বাঘটিকে বসির হাটের মনিপুর পঞ্চায়েতের মিঠাখালী গ্রামে ছোট্ট জঙ্গলের মধ্যে প্রথমে ঘিরে রাখেন গ্রামবাসীরা। যদিও তার আগেই সেই বাঘের আক্রমণে এক গ্রামবাসী জখম হন। কলকাতার হাসপাতালে এখনো তার চিকিৎসা চলছে।







এদিন দুপুরের পর বনদপ্তর জঙ্গলটি তিন দিক দিয়ে ঘিরে ফেলে। আর উল্টো দিক থেকে পটকা ফাটিয়ে, ক্যানেস্তারা পিটিয়ে, চিৎকার করে ভয় দেখিয়ে বাঘটিকে সেই জালের ভিতর রাখার মরিয়া চেষ্টা করা হয়। একসময় কাদা জলের মধ্যে থাকা বাঘটিকে লক্ষ্য করে গুলি চালান বনদপ্তর এর অফিসার।
এরপরে সেখানেই ধীরে ধীরে চারিদিক থেকে জাল গুটিয়ে এনে তাতে আটক করা হয় তাকে। সাধারণভাবে অন্যান্য ক্ষেত্রে খাঁচার মধ্যে বন্দী করা হয় বাঘ টিকে। কিন্তু বনদপ্তর এর অফিসাররা বলছেন, যে পরিমান জল কাদার মধ্যে বাঘ টি ঘুমিয়ে পড়েছিল, সেখানে ভারী খাঁচা নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই তড়িঘড়ি জালের মধ্যে বেঁধেই সেটিকে নৌকোয় তোলা হয়।