এক নজরে

নদীর পাড়ে বাঘে-মানুষে লড়াই

By admin

February 20, 2022

কলকাতা ব্যুরো: নদী পেরিয়ে গ্রামের প্রান্ত ঢুকতে পারেনি বাঘ। এরইমধ্যে বাসিন্দাদের নজরে পড়ে গেল। সুন্দরবনের মহারাজ আর যায় কোথায়! যাদের জলে কুমির, আর ডাঙায় বাঘ এর সঙ্গে নিরন্তর সংগ্রাম করে বেঁচে থাকা, তারা কি আর বাঘের ভয় পালিয়ে বাঁচে! তাই রবিবার সকাল থেকেই শুরু হয়েছিল সেই বাঘকে খেদিয়ে জঙ্গলে ফেরানোর লড়াই। উত্তর ২৪ পরগনার বসিরহাটের মনিপুর গ্রামের বাসিন্দাদের সেই দুঃসাহসে অবশ্য পিছু হটেনি রয়েল বেঙ্গল টাইগার।

আবার বাসিন্দারাও এতটাই বাঘের কাছাকাছি গিয়ে তাকে ভয় দেখিয়ে নদী পার করে সুন্দরবনের জঙ্গলে ঢোকানোর চেষ্টা করেছিলেন, যে তাতে ফল হল উল্টো। মনিপুর গ্রাম পঞ্চায়েতের মিঠাখলী গ্রামে রায়মঙ্গল নদীর চরে ছয়রাপ কারিগরের উপরে হামলে পরলো সেই বাঘ। গুরুতর অবস্থায় তাকে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে। তিনি ও গ্রামের অন্যরা ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিলেন নদীর পাড়ে। সেই সময় রায়মঙ্গল নদী সাতরে বাঘটি এসে হামলা চালায়।

সুন্দরবন থেকে নদী পেরিয়ে লোকালয়ের মধ্যে বাঘ ঢুকে পড়ায় রবিবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়ালো সন্দেশখালির মনিপুর গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর মিঠেখালি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে নদীর পাশে ঘোরাঘুরি করছিল পূর্ণবয়স্ক বাঘটি। সেই সময় গ্রামের কয়েকজন লাঠিসোটা নিয়ে ছুটে আসে। পাল্টা বাঘ ওই ব্যক্তিদের দিকে হামলা চালালে এক ব্যক্তি বাঘের হানায় গুরুতর জখম হন। তারপর বাঘটি নদী সংলগ্ন একটি ঝোপের মধ্যে ঢুকে। খবর পেয়ে এলাকার প্রচুর মানুষে ওই ঝোঁপ টিকে ঘিরে রেখেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বনকর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, নদীর পারে ছোট জঙ্গলের মধ্যে বাঘটি এখনও রয়েছে আশপাশ থেকে গ্রামবাসীরা তাকে ওই জঙ্গলে আটকে রাখার চেষ্টা করছেন। কেননা গত মাসেই কুলতলিতে নদী পেরিয়ে ঢুকে পড়া বাঘটি গ্রামের পর গ্রাম ঘুরে রীতিমতো সন্ত্রস্ত করে তুলেছিল বাসিন্দাদের। দীর্ঘ কয়েক দিন তার পিছনে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত তাকে জালে তুলতে সক্ষম হয়েছিলেন বনকর্মীরা। সেই কথা মনে রেখেই এবার তাই বনদপ্তর ওই জঙ্গলের মধ্যে থেকেই বাঘটিকে ধরার ব্যাপারে সবরকম চেষ্টা করছেন বলে দাবি বন কর্তাদের।