এক নজরে

ফেরিঘাটের ইজারার নিলামে চড়লো রেকর্ড দাম

By admin

September 09, 2020

কলকাতা ব্যুরো: কাটোয়ার বল্লভপাড়ার ফেরিঘাটের ইজারায় চড়লো রেকর্ড দাম। ৬ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকায় ওই ফেরি ঘাটটির ইজারা নিলেন অশোক সরকার। ওই ঘাটটি অবশ্য গত ২৫ বছর ধরেই তার নিয়ন্ত্রণে। তিন বছরের জন্য ইজারা নিলেন তিনি। তিন বছর আগে নিলামে ৭৪ লাখ টাকা দাম হেঁকে ওই ঘাটটির ইজারা নিয়েছিলেন তিনি। অশোক সরকার বলেন,খানিকটা জেদের বসেই ওই টাকার হাঁক বাড়িয়েছেন তিনি।

নদীয়া ও মুর্শিদাবাদের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার জলপথে অন্যতম যোগাযোগের মাধ্যম কাটোয়ার ওই ঘাটটি। তবে নিলামে এত দাম চড়ায় এবার যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়দের অনেকেই। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, এমন আশঙ্কার কোনো কারণ নেই। গড়ে প্রতিদিন ওই ফেরি ঘাটের মাধ্যমে যাতায়াত করেন ৪৫ হাজার মানুষ।