এক নজরে

Winter In Bengal: এখনই জাঁকিয়ে ঠান্ডা নয়

By admin

November 08, 2021

কলকাতা ব্যুরো: নভেম্বর থেকে রাজ্যে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও একই ছবি। তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও সময় লাগবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। ফলে যাঁরা জমিয়ে শীত উপভোগ করতে চান তাঁদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও সিকিমের বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই নেই। তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত ও বজ্রগর্ভ মেঘের দেখা মিলতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ১৯ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করতে পারে।

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতে ও সকালে শীতের অনুভূতি বেশি হবে। বেলা বাড়ার সঙ্গে কমবে শীতের আমেজ। এখনই জাঁকিয়ে শীত না পড়লেও, এই মুহূর্তে শীতের অনুকূল পরিস্থিতি রয়েছে রাজ্যে। বিনা বাধায় উত্তরের দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করছে রাজ্যে।

তবে মঙ্গলবার থেকে ফের ভাটা পড়তে পারে শীতের আমেজে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের ফলেই উত্তরের ঠান্ডা হাওয়া থমকে যেতে পারে। ফলে তাপমাত্রার বাড়তে পারে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা পতনের সম্ভাবনা রয়েছে।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ .৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম।