এক নজরে

ফের আতঙ্ক বৌবাজারে

By admin

September 06, 2020

কলকাতা ব্যুরো: বছর ঘুরতে না ঘুরতেই ফের মেট্রোর কাজকে ঘিরে আতঙ্ক তৈরি হলো মধ্য কলকাতার বৌবাজার এলাকায়। শনিবার মেট্রোর কাজ চলাকালীন মাটি ফুঁড়ে ফোয়ারার মতো কাদা, জল বেরোতে থাকে। এমনকি প্রায় ১০ ফুট উচ্চতা পর্যন্ত ওঠে কাদা জলের ফোয়ারা। তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ। তাদের স্মৃতিতে ফিরে আসে মেট্রোর সুড়ঙ্গ কাটার সময় ওই এলাকায় ধসের ছবি।মেট্রো রেল কর্তৃপক্ষ অবশ্য বেরিয়ে আসা কাদা-জল পরিষ্কার করে। যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেই এলাকাটি ঘিরে দেওয়া হয়েছে। কেন এমন ঘটনা ঘটলো খতিয়ে দেখা হচ্ছে বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে।