কলকাতা ব্যুরো: আগুনে ভস্মীভূত হল সল্টলেক এফডি ব্লকের পুজো মণ্ডপ। আগুন লাগে বুধবার ভোরে। বেশকিছুক্ষণ আগুন লাগার পর, খবর যায় দমকলে। দুটি ইঞ্জিন এসে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। যদিও তার আগেই মন্ডপ পুরোপুরি পুড়ে যায়। আগুনের গ্রাস থেকে রক্ষা পায়নি দুর্গা প্রতিমা।
আগুন লাগার খবর পেয়েই সেখানে ছুটে যান দমকল মন্ত্রী সুজিত বসু। আজ প্রতিমা বিসর্জন দেওয়ার কথা ছিল। কিন্তু ভোর বেলায় কিভাবে আগুন লাগলো, তা নিয়ে এখনও সন্দিহান পুজোর উদ্যোক্তারা। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করছে দমকল।