কলকাতা ব্যুরো : গেমের নাম এফএইউ -জি। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতকে সমর্থন করে একটি মাল্টি প্লেয়ার গেম বাজারে আনার কথা ঘোষণা করলেন অভিনেতা অক্ষয় কুমার। এই অ্যাকশন গেম অক্ষয় দ্বারা উপস্থাপিত করা হবে। এখানে আমাদের সৈন্যদের বলিদান সম্পর্কে জানানো হবে প্লেয়ারদের। খেলা থেকে যে আয় হবে তার ২০ শতাংশ ভারতের বীর ট্রাস্টে দান করা হবে।

শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্ট-এ এই সংবাদ শেয়ার করে অক্ষয় কুমার লিখেছেন, তিনি প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতকে সমর্থন করে এই গেম উপস্থাপিত করতে পেরে গর্বিত।

এটাই অভিনেতার প্রথম গেমিং উদ্যোগ। বুধবার পাবজি সহ আরো ১১৭ টি গেমস সরকার নিষিদ্ধ করার পরই অভিনেতার পক্ষ থেকে এই ঘোষণা আসে।

Share.
Leave A Reply

Exit mobile version