এক নজরে

#AnisKhan: আনিস হত্যাকাণ্ডের তদন্তে গতি আনতে আইনি নির্দেশ

By admin

March 14, 2022

কলকাতা ব্যুরো: আনিস হত্যাকাণ্ডের তদন্তে সময় বাড়ালো কলকাতা হাইকোর্ট। সোমবার আদালতের তরফে একমাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর গুরুত্বপূর্ণ কিছু না ঘটলে অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে সময় বাড়ানো হবে না বলেও সাফ জানানো হয়েছে বিচারপতির তরফে। তবে সিটের তদন্তে কোনওরকম হস্তক্ষেপ বরদাস্ত করবে না আদালত। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, যদি এক মাসের মধ্যে তদন্ত শেষ না হয় তাহলে ওই পরিবারের আবেদন নিয়ে ভাববে আদালত। প্রসঙ্গত, আনিসের পরিবার সিবিআই তদন্তের দাবিতে এখনও অনড়।

ছাত্রনেতা আনিসের মৃত্যুর কয়েকদিনের মাথায় তদন্তভার হাতে নেয় সিট। ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশের কথা ছিল। তবে ১৭ দিনের মাথায় হাইকোর্টে রিপোর্ট পেশ করে তদন্তকারীরা। কিন্তু তখনই সময় বাড়ানোর আবেদন জানিয়েছিলেন তদন্তকারীরা। অবশেষে সেই আবেদন খতিয়ে দেখে তদন্তের সময় বাড়ালো হাইকোর্ট।

আদালতের তরফে বলা হয়েছে, একমাসের মধ্যে শেষ করতে হবে গোটা তদন্ত প্রক্রিয়া। এরপরও তদন্ত শেষ না হলে আদালত পদক্ষেপ করবে বলে জানিয়েছেন বিচারপতি। ঘটনার সূত্রপাত গত ১৮ ফেব্রুয়ারি। ওইদিন রাতে ছাত্রনেতা আনিস খানকে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশের পোশাক পরিহিত একজন-সহ মোট চারজন এদিন ছাত্রনেতার বাড়িতে আসে বলেই দাবি। তাই প্রথম থেকেই পুলিশি তদন্তের উপর আস্থা নেই বলেই দাবি করেন আনিসের বাবা সালাম খান। সিবিআই তদন্তের দাবিতে এখনও সরব তাঁরা।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা SIT গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনিস হত্যাকাণ্ডে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে SIT-কে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশের ১৭ দিনের মাথায় রিপোর্ট জমা দিয়েছিল সিট। ২০ পাতার রিপোর্ট জমা দেন তদন্তকারীরা। তবে কেন আমতার ওসি দেবব্রত চক্রবর্তীকে ছুটিতে পাঠানো হল, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

ওসিকে ছুটি পাঠালে গোপন জবানবন্দি নেবেন কে? তবে রাজ্যের তরফে জানানো হয়, ১৬৪ নম্বর ধারা অনুযায়ী এখনও কারও জবানবন্দি নেওয়া হয়নি। গোপন জবানবন্দি নিতে কেন এত দেরি করা হচ্ছে, পালটা প্রশ্ন করে আদালত। সেই ঘটনায় এবার তদন্তের সময়সীমা বাড়াল হাইকোর্ট।