কলকাতা ব্যুরো: বিখ্যাত ডিজাইনার শর্বরী দত্ত বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির মধ্যেই পড়ে গিয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।গভীর রাতে তার বাড়ি থেকে পুলিশে জানানো হয় ডিজাইনার শর্বরী বাড়িতে পড়ে গিয়েছেন। রাতেই কড়েয়া থানার পুলিশ ব্রড স্ট্রিটে তার বাড়ি যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শৌচাগারে পড়ে গিয়ে গুরুতর জখম হন শর্বরী।তার বাবা অজিত দত্ত ছিলেন রবীন্দ্র পরবর্তী যুগের বিখ্যাত কবি। শর্বরী ছোট থেকেই নাচ, গান, কবিতার সঙ্গে বেড়ে উঠেছেন। সাহিত্য জগতের সঙ্গে তাঁর ছিল ওঠাবসা। প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেন।ভারতীয় সমাজে পুরুষের প্রথাগত পোশাকের বাইরে কিছু পোষাক পরানোর ভাবনা যাদের মাথায় ছিল তাদের অন্যতম নাম শর্বরী দত্ত। শর্বরী পুরুষদের পোশাকে শিল্পকর্ম ফুটিয়ে তোলেন তাদের আধুনিক ভাবনায় সাজাতে। পুরুষকে আধুনিক ভাবে সাজাতে চেষ্টা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।তার সেই পুরুষদের সুন্দর করে সাজানোর তালিকায় মকবুল ফিদা হুসেন থেকে কপিল দেব, সচিন তেন্দুলকার, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, সৌরভ গাঙ্গুলী -কে নেই সেই তালিকায়।
গভীর রাতে পুলিশ সূত্রে জানা যায়, পরিবার জানিয়েছে, বাড়িতে নীচের তলায় উনি একাই থাকতেন। দোতালায় থাকেন ছেলে ও তার স্ত্রী। বৃহস্পতিবার দুপুর থেকে তার ঘরের দরজা ছিল বন্ধ। রাতে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া মেলেনি। তারপরেই পরিবার ও প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায় বাথরুমে সংজ্ঞাহীন অবস্থায় পরে রয়েছেন তিনি। পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই পুলিশ মৃতদেহ বাড়ি থেকে থানায় নিয়ে যায়।পুলিশ জানিযেছে, দেহের ময়নাতদন্ত করা হবে।