এক নজরে

মহিলা, ছাত্রদের পরে আজ পথে কৃষকরা

By admin

September 24, 2020

কলকাতা ব্যুরো:(ফাইল ছবি) তৃণমূলের মহিলা মোর্চা এবং ছাত্র সংগঠনের পর কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায় আজ পথে নামছে দলের কৃষক সংগঠন। জেলাগুলোতে ব্লক স্তরে প্রতিবাদ মিছিল করবে তারা। দলের তরফে অবশ্য আগেই সংসদের ভেতরে ছাড়াও বাইরে কৃষি বিলের বিরোধিতায় শক্তিশালী আন্দোলন গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছিল।

বিরোধী শিবিরের রাজ্যসভার ৮ সাংসদকে সাত দিনের জন্য সাসপেন্ড করার প্রতিবাদে সংসদের দুই কক্ষের অধিবেশনই বয়কটের সিদ্ধান্ত নেয় বিরোধী শিবির। এই পর্যায়ে বিলের বিরোধিতায় সংসদের বাইরের আন্দোলনের ওপর জোর দিতে চাইছে তৃণমূল। জানা গিয়েছে, আগামীকালও কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চালাবে তৃণমূল।