কলকাতা ব্যুরো: দিল্লির উপকণ্ঠে চলতে থাকা কৃষক আন্দোলনের হাত ধরে আবার সর্বভারতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা পেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিনিধি হিসাবে দিল্লি-হরিয়ানা সীমানার সিংঘুতে গিয়ে কৃষক নেতাদের সঙ্গে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ানের আলোচনা ছিল তার ইঙ্গিত। আরও একধাপ এগিয়ে অকালি দলের সঙ্গে কথা বলতে চলেছে তৃণমূল।

শনিবার দুপুরে দুই দলের বৈঠক হবে কলকাতার তৃণমূল ভবনে। বৈঠকে অকালি দলের তিন সাংসদ উপস্থিত থাকবেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়ান। এই বৈঠকে কৃষি আইনের প্রতিবাদে যৌথ আন্দোলনের কর্মসূচি ঠিক হতে পারে বলে খবর পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে সর্বভারতীয় স্তরে আন্দোলনের মঞ্চ খুঁজে পাবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার আন্দোলনরত কৃষক নেতাদের পাশে থাকার বার্তা দিয়েছেন ঠিকই, কিন্তু ওই আন্দোলনের চরিত্র অরাজনৈতিক।

তাতে সরাসরি কোন রাজনৈতিক দলের শরিক হওয়া সম্ভব নয়। অকালি দলের সঙ্গে যৌথ মঞ্চ হলে পৃথক ভাবে সর্বভারতীয় স্তরে আন্দোলনের পরিস্থিতি তৈরি করতে পারবে তৃণমূল। ইতিমধ্যে কৃষি আইনের প্রতিবাদে রাজ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। তবে তা সীমাবদ্ধ থাকবে রাজ্যে। কিন্তু তিনি চাইছেন, এই বিষয়টিকে ব্যবহার করে সর্বভারতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ও বিজেপির ওপর চাপ সৃষ্টি করতে। শনিবার তৃণমূল ভবনে অকালি দলের নেতাদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হলে সেই সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version