কলকাতা ব্যুরো: কৃষক সংগঠনগুলির সঙ্গে আবারো বৈঠকে কোন ফল হলো না। বুধবার সরকারের সঙ্গে বৈঠকে বসে ছিল কৃষক সংগঠনগুলি। কিন্তু দীর্ঘ বৈঠকের পরেও কোন ফল না বেরোনোই, এদিন বৈঠক স্থগিত হয়ে যায়। তবে আগামী ৪ জানুয়ারি ফের এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

কৃষকেরা বুঝিয়ে দিয়েছেন, নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরছেন না। এই অবস্থায় আগামী বছর পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এখনই সমাধান না করলে বিধানসভা নির্বাচন গুলিতে এর খারাপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করে, কেন্দ্র কৃষক সংগঠনগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত কৃষকদের দাবি মানার কোন লক্ষণ নেই কেন্দ্রের আলোচনায়।

Share.
Leave A Reply

Exit mobile version