কলকাতা ব্যুরো: (প্রতীকী ছবি) দেশজুড়ে আন্দোলনের মধ্যে কেন্দ্রের পাস করা কৃষি বিল নিয়ে দায়ের হওয়া মামলা শোনার আশ্বাস দিল সুপ্রিম কোর্ট। সোমবার এ ব্যাপারে সুপ্রিম কোর্ট কেন্দ্রের বক্তব্য জানতে চেয়ে নোটিশ ইস্যু করেছে। ইতিমধ্যেই কৃষি বিলের বিরোধিতায় তিনটি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এদিন সুপ্রিম কোর্ট কেন্দ্রের এটর্নি জেনারেলকে ছ সপ্তাহের মধ্যে মামলার পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন। ছত্রিশগড়ের কিষান কংগ্রেসের অফিস কর্মী মনোহর লাল শর্মা এবং ডিএনপির সংসদ দুটি মামলা দায়ের করেছেন সুপ্রিমকোর্টে।
ইতিমধ্যে কৃষি বিল এর বিরোধিতায় পাঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যগুলিতে ব্যাপক আন্দোলন চলছে। আকালি দল কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাদের সদস্যকেও প্রত্যাহার করে নিয়েছে। এই অবস্থায় দেশজুড়ে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আগেই সুপ্রিম কোর্টে মামলাগুলো দায়ের হয়েছিল। সোমবার সে ব্যাপারে প্রথম শুনানির সম্মতি দেয় সুপ্রিম কোর্ট।