এক নজরে

কৃষি বিলে সই রাষ্ট্রপতির

By admin

September 28, 2020

কলকাতা ব্যুরো: সংসদের দুই কক্ষেই পাস হওয়া কৃষি সংক্রান্ত তিনটি বিলেই সই করে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। এর ফলে ওই তিনটি বিলই আইনে পরিণত হয়ে গেল। এবার কেন্দ্রীয় সরকার এ বিষয়ে গেজেট বিজ্ঞপ্তি জারি করলেই চলবে।

রাজ্য সভায় ওই কৃষি বিল পাস করানো নিয়ে ব্যাপক গোলমাল হয় সরকার ও বিরোধীদের মধ্যে। সরকার পক্ষের অভিযোগ, যাথেষ্ট সংখ্যা নেই বুঝেই বিল পাসের বিরোধিতা করেছিল বিরোধীরা। তারা রুল বুক ছিঁড়ে ফেলে। বিলের কপিও ছিঁড়ে ফেলে। ওই ঘটনায় বিরোধী দলগুলির ৮ জন সাংসদকে সাত দিনের জন্য সাসপেন্ড করে রাজ্যসভা।ওই সিদ্ধান্তের প্রতিবাদে সংসদের বাদল অধিবেশনে দুই কক্ষই বয়কট করে বিরোধীরা। দেশের নানা প্রান্তে শুরু হয় কৃষি বিল বিরোধী আন্দোলন। সাসপেন্ড হওয়া সাংসদদের বক্তব্য, তারা রুল বুক কিংবা বিলের কপি ছেঁড়েননি। কিন্তু সরকার কোনও রুলই মানছে না।

রাজ্যসভায় যেভাবে কেন্দ্র বিল পাস করিয়েছে তা সঠিক পদ্ধতি নয়। এই পরিপ্রেক্ষিতে ওই বিলে সই না করতেও আবেদন জানানো হয়েছিল বিরোধী শিবিরের পক্ষ থেকে।